skip to Main Content

গ্রাফিক ডিজাইন বলতে কি বুঝায়?
গ্রাফিক অর্থ হচ্ছে চিত্র এবং ডিজাইন অর্থ নকশা। গ্রাফিক্স ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়্যাল এলিমেন্ট (লাইন, কালার, টেক্সচার ইত্যাদি) দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিপ্রকাশ ঘটায়। যখন কোন কাজের ক্ষেত্রে বা কোন সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট চিন্তা-ভাবনা দ্বারা কল্পনাকে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। উদাহরণ সরূপ ব্রুসিওর, লিফলেট, লোগো, পোস্টার, ব্যানার, ম্যাগাজিন এবং পত্রিকার বিজ্ঞাপন ইত্যাদি।

What is graphic design?
Graphic means picture and design means design. Graphics design is a contemplative process, in which a graphic designer expresses his thoughts and thoughts through various visual elements (lines, colors, textures, etc.). When the imagination is expressed through an image with specific thoughts for a task or a solution to a problem, it is called graphic design. For example brochures, leaflets, logos, posters, banners, magazine and newspaper ads etc.

আমিতো উচ্চশিক্ষিত না। গ্রাফিক ডিজাইন কি শিখতে পারবো?
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাকে কোনো উচ্চতর ডিগ্রিধারী হওয়া প্রয়োজন নাই। অনেকে আছেন মার্কেটপ্লেসগুলোতে কাজ করছে যারা স্কুলের মাধ্যমিক পার করতে পারেন নি। ছাত্র থেকে শুরু করে গৃহিণীরা যে কেউ গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। বর্তমানে ছাত্র, গৃহিণী এবং অন্য পেশাদারের মানুষও কেউ ফুল টাইম অথবা পার্ট টাইম হিসেবে গ্রাফিক্স ডিজাইন এর কাজের সাথে সংযুক্ত।

যেহেতু পেশাটি প্রাকটিক্যাল এবং সৃজনশীল তাই এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট থাকে না এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে। তাই আপনি খুব বেশি একটা শিক্ষিত না হয়েও গ্রাফিক্স ডিজাইন শিখে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারেন। এখানে কেউ আপনার কাছে শুনতে চাইবে না যে আপনি কতটা শিক্ষিত। এখানে আপনার ক্লায়েন্টরা শুধু দেখতে চাইবে আপনার দক্ষতা ও কাজের সৃজনশীলতা।

গ্রাফিক ডিজাইন শিখতে হলে কোথায় শিখতে হবে?
আপনি যদি গ্রাফিক ডিজাইনি কে পেশা হিসেবে পরিকল্পনা করে থাকেন তবে মৌলিক বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই প্রফেশনালদের তত্ত্বাবধানে গ্রাফিক ডিজাইন কোর্সে যোগ দিতে হবে। যারা গ্রাফিক ডিজাইন কাজের সঙ্গে সরাসরি জড়িত, অভিজ্ঞ এবং গ্রাহকদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট তাদের মাধ্যমে কোর্স করতে পারলে সঠিক কোর্সটি ভালোভাবে আয়ত্ত করা সম্ভব।

প্রয়োজনীয় তথ্যাবলী ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারে শিক্ষার জন্য সঠিক উৎস। যদি আপনার লক্ষ্য একটি সৃজনশীল ক্ষেত্রে কাজ করার উদ্দেশ্য থাকে, তাহলে গ্রাফিক ডিজাইন ক্ষেত্রটি আপনার শৈল্পিক প্রতিভাকে প্রয়োগ করার সুযোগ করে দিবে।

Where to learn graphic design?
If you are planning to take up graphic designing as a career, you must attend graphic design courses under the supervision of professionals to master the fundamentals well. It is possible to master the right course well if you take the course through those who are directly involved in graphic design work, experienced and concerned with customer work.

A professional graphic designer can be the right source of education for the necessary information and solutions to various problems. If your goal is to work in a creative field, then the graphic design field will give you the opportunity to apply your artistic talents.

গ্রাফিক ডিজাইন শিখলে আপনি কেন লাভবান হবেন?

1) বিশ্বের যে কোন জায়গায় কাজের সুযোগ: আপনি গ্রাফিক ডিজাইনে দক্ষ এবং আপনার পোর্টফোলিও আছে। এখন আপনি কাজের সাথে যেকোন জায়গায় ভ্রমণ করতে পারেন। গ্রাফিক ডিজাইনাররা আন্তর্জাতিকভাবে একজন লাইফগার্ডের মতো কাজ করতে পারে। যেহেতু সফ্টওয়্যারটি বিশ্বের সব জায়গায় একই, তাই সাড়া বিশ্ব জুড়ে ক্লায়েন্টদের কাজের দরকার হয়। এক্ষেত্রে একজন ডিজাইনার যে কোনও জায়গায় ডিজাইনার হিসেবে কাজ করতে পারে।

2) সুখী জীবন এবং আর্থিক স্বচ্ছলতা: একজন গ্রাফিক ডিজাইনারের সর্বদা একটি চাকরি থাকবে। বেকারত্ব থাকবেনা। একটি সুখী জীবন ভোগ করতে পারবে। অর্থনৈতিক সমস্যা একজন মানুষের জীবনকে কঠিন করে তুলতে পারে কিন্তু একজন সফল গ্রাফিক শিল্পীরা গ্রাহকদের দেওয়া ডিজাইনের কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে।

3) কাজের পরিধি বৃদ্ধি এবং পুনরাবৃত্তির সম্ভবনা: যদি আপনি একজন ক্লায়েন্টের কাজ করে তাকে সন্তুষ্টি করে নিতে পারেন, তারা সম্ভবত তাদের ব্যবসার অন্যান্য প্রকল্পের জন্য আপনি মূল্যবান গ্রাহক হয়ে উঠবেন। গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কোন কাজের প্রয়োজন হলে আপনাকে দিয়েই তারা পুনরায় কাজগুলো করাবে। উদাহরণ স্বরূপ ই-কমার্স ওয়েবসাইটের জন্য নতুন আইটেম ও রিভিশনের প্রয়োজন হবে তখন আপডেট করতে হবে, যার অর্থ কাজের পরিমাণ বেশি। বেশি কাজের পুনরাবৃত্তির সম্ভবনা।

4) নিজেই নিজের বস এবং সৃজনশীল হওয়ার স্বাধীনতা: গ্রাফিক ডিজাইন এমন একটি শৈল্পিক কাজ যেখানে নিজেই নিজের বস হয়ে স্বাধীনভাবে কাজ করে। গ্রাফিক ডিজাইন আপনাকে ক্লায়েন্টদের চাহিদার সাথে কাজ করার সময় নিজের কাজের দক্ষতাকে প্রকাশ করবার সুযোগ তৈরি করে দেয়। একজন ফ্রিল্যান্সার হিসাবে টাইপ বা লোগোর কাজ থেকে শুরু করে ফটো টাচ আপ সহ গ্রাফিক ডিজাইনের যেকোনো স্টাইল মোকাবেলা করার জন্য এটি সত্যিই দুর্দান্ত একটি পেশা হতে পারে।

5) কাজের সুযোগ সৃষ্টিতে বৃহৎ নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন: একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি বিভিন্ন আর্ট স্টুডিও অথবা এজেন্সি গুলোতে আপনার বিস্তার তৈরি করবেন এবং অন্যান্য অনেক সৃজনশীল সমমনা লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কাজ করবার সুযোগ তৈরি হয়ে যাবে। এটি আপনাকে সৃজনশীলদের একটি বৃহৎ নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে, বন্ধুত্ব বিকাশ করতে এবং ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দিবে। হয়তো এটি আপনাকে বৃহত্তর মিডিয়া কোম্পানিগুলির দিকে নিয়ে যেতে পারে, যা আপনাকে উচ্চ বেতনে কাজ করবার সুযোগ হতে পারে। যা হয়তো আপনি সবসময় চেয়েছিলেন।

কেন গ্রাফিক্সটেক-এ শিখবেন?

  • গ্রাফিক ডিজাইন কাজে পারদর্শী ও গ্রাফিক্স ডিজাইনের উপর লেখা বই এর লেখক কর্তৃক গ্রাফিক্সটেক ট্রেণিং কোর্স সরাসরি পরিচালিত হয়
  • প্রশিক্ষকগণ প্রত্যেকেই গ্রাফিক ডিজাইন কাজে পারদর্শী, অভিজ্ঞ, সরাসরি গ্রাহকের সাথে কাজ করেন ও উচ্চ শিক্ষিত, ফলে ষ্টুডেন্টগণ সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন
  • কোর্স শেষে ষ্টুডেন্টদের গ্রাফিক্সটেক এর সঙ্গে ইন্টার্ণি করবার সুযোগ
  • গ্রাফিক ডিজাইন সংক্রান্ত আজীবন ফ্রিতে সমস্যার সমাধান দেয়া
  • ফ্রিল্যান্সিং গাইডলাইন সম্পর্কে বিশদ বর্ণনা
  • বিভিন্ন উৎস থেকে ক্লায়েন্ট খুঁজে বের করার কৌশল
  • লেটেস্ট কৌশল ব্যবহার করে প্রশিক্ষণ
  • রাস্টার ও ভেক্টর সম্পর্কে বিশদ বর্ণনা
  • আরজিবি ও সিএমওয়াইকে সম্পর্কে বিশদ বর্ণনা
  • কালার স্টাডিজ এবং টাইপোগ্রাফি
  • ব্যবহারিক প্রকল্পের কাজ

Career Opportunities

  • Graphic Designer
  • Creative Director
  • Creative Executive
  • Brand Promoter
  • Photoshop Artist
  • Graphic Design Trainer
  • Pre-Press Manager

Where are the job opportunities?

  • E-commerce Sectors
  • Freelancing & Outsourcing
  • Multinational Company
  • Marketing Department
  • Self-employment/Entrepreneur
  • Group of Company
  • ICT & Electronic Media etc.

Online Job Platforms:

  • UpWork
  • Freelancer
  • Fiverr
  • 99 Designs
  • Outsourcing Sites
  • E-commerce Company Sites
  • More Places…

গ্রাফিক ডিজাইনারদের জন্য কোন সফটওয়্যারগুলো জানা বেশি জরুরী?
১. এডোবি ইলাস্ট্রেটর ২. এডোবি ফটোশপ

What software is more important for graphic designers to know?
1. Adobe Illustrator 2. Adobe Photoshop

Course Fee & Class Schedule

Course Fee (Online):BDT 8,000
Course Fee (Offline):BDT 10,000
Payment System:Full Paid [Bkash, Nagad, Upay & Bank Transfer]
Class Start Date:01 September 2024
Total Classes, Month & Hours:24 (3 months), 48 hours
Class Day:Friday & Saturday
Weekly Classes:02
Class Hours:02 hours per class
Schedule Time & 4 Batches (Friday):9.00 AM to 11.00 AM | 4.00 PM to 6.00 PM | 7.00 PM to 9.00 PM | 10.00 PM to 12.00 AM
Schedule Time & 4 Batches (Saturday):9.00 AM to 11.00 AM | 4.00 PM to 6.00 PM | 7.00 PM to 9.00 PM | 10.00 PM to 12.00 AM
Certificate:At the end of the training course completion certificate will be issued by Graphicstec

Graphic Design Course Module
1) Adobe Illustrator 2) Adobe Photoshop

Adobe Illustrator Class Schedule

About Adobe Illustrator

Illustrator is a vector drawing program used for illustrations, cartoons, diagrams, charts, and logos. Unlike bitmap images, which store information in a grid of dots, Illustrator uses mathematical equations to draw shapes, making vector graphics scalable without losing resolution.

Advantages of Vector Graphics

  • Scalable without resolution loss
  • Crisp and sharp lines at any size
  • High-resolution printing
  • Smaller file sizes
  • Ideal for illustrations

Overview of Adobe Illustrator

  • Getting To Know the Work Area
  • Techniques for Selecting Artwork
  • Using Color & Adding Type
  • Organizing Artwork with Layers
  • Gradients, Blends, Patterns, Brushes
  • Exploring Creative Uses of Effects & Graphic Styles

Illustrator | Lesson: 01

Introduction to Illustrator

  • Graphic Design fundamentals
  • Workspace Overview
  • Margins, Grids, Bleed
  • Artboard, Tools & Palette

Tools

  • Selection Tool, Direct Selection Tool, Magic Tool
  • Pen Tool, Add Anchor Point Tool, Delete Anchor Point Tool
  • Type Tool, Path Type Tool, Vertical Type Tool
  • Rectangle, Rounded Rectangle, Ellipse, Polygon & Star Tool
  • Gradient Tool

File Menu

  • New, Open, Open Recent File, Close, Save, Save as, Save a copy

Palette

  • Layer, Stroke Swatches, Color, Character and Paragraph Palette

Project

  • Combo Design-1

Illustrator | Lesson: 02

Tools

  • Paintbrush Tool, Pencil Tool (Brushes Palette)
  • Eraser Tool, Scissor Tool (Object Menu Transform)
  • Rotate Tool, Reflect Tool (Object Menu Transform)
  • Scale Tool, Shear Tool (Object Menu Transform)
  • Twirl Tool, Crystallize Tool

File Menu

  • Save for Web, Place, Export, Document Color Mode, Print, Exit

Edit Menu

  • Undo, Redo, Cut, Copy, Paste, Paste in Front, Paste in Back
  • Edit Colors (Adjust color balance, Convert to CMYK/Grayscale), Saturate
  • Keyboard Shortcuts, Preferences

Project

  • Combo Design-2

Illustrator | Lesson: 03

Tools

  • Mesh Tool, Gradient Tool, Eyedropper Tool, Blend Tool
  • Column Graph Tool, Artboard Tool, Hand Tool
  • Zoom Tool, Fill & Stroke Color, None

Object Menu

  • Arrange, Group/Ungroup, Lock/Unlock, Expand, Rasterize
  • Flatten Transparency, Path (Join, Outline Stroke, Offset Path)
  • Pattern, Blend, Text Wrap, Clipping Mask, Compound Path

Pre press

  • Output File EPS Format
  • CMYK VS RGB
  • Color (Bi color, 03 color, 04 color, 05 color, pantone)
  • Positive/Tracing & Plate

Project

  • Brochure/Pamphlet Design

Illustrator | Lesson: 04

Type Menu

  • Font Name/Font Size
  • Create Outline
  • Change Case

Select Menu

  • All
  • Same (Fill color, Stroke color)

Project

  • Poster Design
  • DL Flyer/Rack Card
  • Door Hanger Design

Illustrator | Lesson: 05

Effect Menu

  • 3D, Convert to Shape, Crop Marks, Distort & Transform
  • Path, Pathfinder, Stylize

Project

  • Catalogue Design
  • Company Profile

Illustrator | Lesson: 06

View Menu

  • Outline
  • Zoom In/Zoom Out
  • Fit Artboard in Window
  • Actual Size, Show/Hide Artboard
  • Show/Hide Print Tiling
  • Rulers, Guide, Smart Guide

Project

  • Letterhead Pad Design
  • General Envelope Design
  • Window Envelope Design
  • Business Card Design

Illustrator | Lesson: 07

Window Menu

  • Control, Tools, Align Palette, Artboard, Attributes
  • Brush Palette/Brush Libraries, Color Palette
  • Gradient, Graphic Styles/Graphic Style Libraries
  • Layer, Navigator, Pathfinder, Pattern Options

Project

  • Shopping Bag Design
  • Packaging Design

Illustrator | Lesson: 08

Window Menu

  • Stroke Palette, Swatches/Swatches Libraries
  • Transform, Transparency, Type (Tab)
  • Symbol/Symbol Libraries

Project

  • Banner (Web, X Stand) Design
  • Billboard Design
  • Label/Sticker Design

Illustrator | Lesson: 09

Project

  • Menu Design
  • Page Layout Design

Illustrator | Lesson: 10

Project

  • E-book Cover
  • Magazine Cover

Illustrator | Lesson: 11

Project

  • Wall Calendar
  • Desk Calendar

Illustrator | Lesson: 12

Project

  • Logo Design

Adobe Photoshop Class Schedule

About Adobe Photoshop
Photoshop is the graphic design and photo editing software developed by Adobe. Adobe Photoshop is a software application for image editing and photo retouching for use on Windows or Macintosh computers. Apart from editing photos with Photoshop, important photo-related tasks can also be done. Photoshop can edit and compose raster images, with multiple layers and features like masking, image wrapping, file display tools, and more advanced tools.

Overview of Adobe Photoshop

  • Getting To Know the Work Area
  • Basic Photo Corrections
  • Working with Selections
  • Layer Basics
  • Typographic Design
  • Preparing Files
  • Producing and Printing Consistent Color

Photoshop | Lesson: 01

Introduction to Photoshop
@ Introduction
@ Workspace Overview
@ Working with Documents
@ Creating and Editing Shapes

Tools
@ Move Tool, Rectangular Marquee, Elliptical Marquee Tool
@ Lasso Tool, Polygonal Lasso Tool, Magnetic Lasso Tool
@ Pen Tool, Magic Wand Tool, Crop Tool, Eye Dropper Tool

File Menu
@ New, Open, Close, Save, Save as, Save for web, Place, Import/Export, File Info, Print, Exit

Window Menu
@ Layer Palette [Normal, Opacity, Fill]
@ History Palette
@ Paths Palette

Project
@ Clipping Path
@ Background Remove

Photoshop | Lesson: 02

Tools
@ Color Sampler Tool
@ Brush Tool, Pencil Tool
@ Clone Stamp Tool, Pattern Stamp Tool
@ Erase Tool, Background Eraser Tool, Magic Eraser Tool
@ Gradient Tool, Paint Bucket Tool

Edit Menu:
@ Cut/Copy/Paste/Paste Special (Paste Info)
@ Fill/Stroke, Free Transform
@ Transform (Skew, Rotate, Distort, Perspective, Rotate, Flip Horizontal/Vertical)

Project
@ Image Stamping
@ Image Pattern

Photoshop | Lesson: 03

Tools
@ Blur, Sharpen, Smudge Tool
@ Dodge Tool, Burn Tool, Sponge Tool
@ Pen or Path Tool
@ Direction Selection Tool
@ Type Tool

Image Menu
@ Mode, Adjustment, Auto Tone, Auto Contrast, Auto Color
@ Image Size, Canvas Size, Image Rotation, Crop, Duplicate

Project
@ Image Sharpen & Editing
@ Image blur

Photoshop | Lesson: 04

Tools
@ Rectangle Tool, Rounded Rectangle Tool, Ellipse Tool
@ Hand Tool, Set Foreground Color, Set Background Color

Layer Menu
@ Duplicate Layer, Rename Layer
@ Layer Style (Bevel & Emboss, Inner shadow, Inner glow, Outer glow)
@ Layer Palette (Options Describe)

Type Menu
@ Character Panel
@ Paragraph Panel
@ Orientation

Project
@ Image Feather
@ Image Manipulation

Photoshop | Lesson: 05

Select Menu
@ Color Range
@ Modify [Border, Feather]
@ Transform Selection

Filter Menu
@ Freehand use

View Menu
@ Zoom In, Zoom Out, Fit on Screen
@ Actual Pixels, Ruler
@ Guide/Lock Guides

Project
@ Drop Shadow
@ Lense Flare
@ Text Design

Photoshop | Lesson: 06

Window Menu
@ Brush Palette, Channel Palette
@ Character Palette, Color, History
@ Paragraph Palette, Path Palette
@ Swatches Palette, Style Palette

Project
@ Color Replacement

Photoshop | Lesson: 07

Project
@ Hair Masking
@ Neck Joint

Photoshop | Lesson: 08

Project
@ Image Retouching
@ Image Color Correction

Photoshop | Lesson: 09

Project
@ Image Reflection/Mirror Effect
@ Product Shadow

Photoshop | Lesson: 10

Project
@ Ebook Cover Mockup
@ Magazine Page Mockup